• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জনতা ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ১৭:০৩, ১১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
জনতা ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

অফিসার (রুরাল ক্রেডিট/আরসি) পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে জনতা ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনতা ব্যাংক পিএলসির ২০২১ সালভিত্তিক দশম গ্রেডের অফিসার (রুরাল ক্রেডিট) বা (আরসি) পদে ৩৫১ জন নিয়োগের উদ্দেশ্যে ২০২৩ সালের ১০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ২৮ জুন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উত্তীর্ণ হন তিন হাজার ৪৯০ জন। এর লিখিত পরীক্ষা ৯ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে। লিখিত পরীক্ষার নতুন সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: