তিস্তা চুক্তি নিয়ে আশার কথা নেই জয়শঙ্করের সফরে

তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কোন আশার কথা শোনাতে পারেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি বলেন, এ ইস্যুতে আগের অবস্থানেই আছে দিল্লী। সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর । সকাল ১১টা ৩০ মিনিটের দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ তিনি । বৈঠকে, দ্বিপাক্ষিক নানা ইস্যু ছাড়াও গুরুত্ব পায় মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, করোনা মোকাবেলায় একসাথে কাজ করছে বাংলাদেশ ও ভারত। মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের মাধ্যমে দু'দেশের সম্পর্ক আরো মজবুত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ড. এস জয়শঙ্কর জানান, নরেন্দ্র মোদির ঢাকা সফর হবে স্মরণীয়। দুইদেশ একসাথে মুজিব বর্ষ, স্বাধীনতার ৫০ বছর ও দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর একসাথে পালন করছে। প্রতিবেশি প্রথম হিসেবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। দুদেশের সম্পর্ক যাতে উদাহরণ হয় সেভাবে এগিয়ে যাচ্ছে। তবে, তিস্তা পানি চুক্তি নিয়ে কোন আশাবাদের কথা শোনাতে পারেনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশিদের নিহত হবার অব্যাহত ঘটনায় ড. জয়শঙ্কর বলেন, প্রতিটি মৃত্যুই দু:খজনক। তাঁর মতে, সীমান্তে অপরাধ যত কমবে এধরণের হত্যাও কমে যাবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিভি/এমএইচকে