• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মিরাজের অধিনায়কত্বে প্রথম জয় বাংলাদেশের 

প্রকাশিত: ২৩:১৪, ৫ জুলাই ২০২৫

আপডেট: ২৩:২১, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মিরাজের অধিনায়কত্বে প্রথম জয় বাংলাদেশের 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিলো। তবে হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইনআপে। আজ শ্রীলঙ্কাও কলম্বোতে লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায়। তবে ধস নামে মিডল অর্ডারে। এরপর আর ফিরতে পারেনি লঙ্কানরা। প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকে হারার পর এবার পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখলো বাংলাদেশ। ১৬ রানের জয়ে বাংলাদেশ সিরিজে সমতা ফিরিয়েছে।

কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিলো বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়েছিলো শ্রীলঙ্কা। তবে কুশল মেন্ডিস তিনে নেমে সেই ধাক্কা সামাল দেন। দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তিনি। ঝোড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। আর মাদুশকা করেন ২৫ বলে ১৭ রান।


তিন উইকেট হারিয়ে দলীয় একশ স্পর্শ করা লঙ্কানরা জয়ের পথেই ছিলো। তবে হঠাৎ বাংলাদেশি স্পিনাররা তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান। ৬ রান করা আসালঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন।

তকামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর। আর দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে ফেরান শামীম। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর ভানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইথ লিয়ানাগে। তবে হাসারাঙ্গা  ১৬ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। তাকে ফিরিয়েছেন মিরাজ।

মহেশ থিকশানাও বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীরের বলে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এই উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার।

শেষদিকে একাই লড়াই করেছেন লিয়ানাগে। ৮৫ বলে করেছেন ৭৮ রান। তবে তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি। দুশমন্থা চামিরা ৩১ বলে ১৩ রান করেছেন। আর আসিথা ফার্নান্দো অপরজাইত ছিলেন ৩ রান করে।

তানভীর বাংলাদেশের হয়ে ৩৯ রানে ৫ উইকেট পেয়েছেন। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ ও শামীম হোসেন।

এর আগে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া তাওহীদ হৃদয় ৫১ রান করেছেন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2