• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে দিকগুলো খেয়াল করলেই বুঝবেন সম্পর্কে ভালো নেই স্ত্রী

প্রকাশিত: ১২:৪৪, ৩১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
যে দিকগুলো খেয়াল করলেই বুঝবেন সম্পর্কে ভালো নেই স্ত্রী

দাম্পত্যকে টিকিয়ে রাখতে চাইলে একে অপরকে সঙ্গে নিয়ে ভালো থাকতে হবে। না হলে দুঃখের চোরাগলি দিয়ে সম্পর্কে প্রবেশ করে শূন্যতা। এরপর পরস্পরের থেকে দূরে চলে যান দম্পতিরা। তবে মুশকিল হলো, অনেক পুরুষই এই বিষয়টা বুঝতেই পারেন যে সম্পর্কে তাদের স্ত্রী ভালো নেই। আর সেই কারণেই হঠাৎ করে ভালোবাসা উবে যায়। দুজনে এক বাড়িতে এক ছাদের তলায় শুয়েও দূরে দূরে থাকেন। তাই পরিস্থিতি এতটা জটিল দিকে যাওয়ার আগেই নিজের স্ত্রীর মতিগতি বুঝে ফেলতে হবে। এক্ষেত্রে তার মধ্যে যদি এই নিবন্ধে উল্লেখিত ৫ লক্ষণ দেখেন, তাহলে বুঝবেন যে তিনি সম্পর্কে ভালো নেই। 

কথা নয় নীরবতা​: তিনি কি আপনার সঙ্গে কম কথা বলছেন? আগের মতো তিনি আর হাসিখুশি আচরণ করছেন না? সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব স্ত্রীর দিকে চোখ ফেরান। তিনি কী বলতে চাইছেন, তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। তাকে এই বিষয়টি নিয়ে প্রশ্নও করতে পারেন। তিনি যা উত্তর দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নিন। ব্যস, এই কাজটা করলেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। 

বারবার ঝামেলা​: সম্পর্কে থাকতে গেলে ঝামেলা-অশান্তি হতেই পারে। এই বিষয়টা নিয়ে সত্যিই ভাবার কিছু নেই। তবে তা যদি রোজ রোজ হয়, স্ত্রী যদি কথায় কথায় আপনার বিরুদ্ধে বিপ্লব ঘোষণ করেন, তাহলে যে সম্পর্কে নজর ফেরাতেই হবে। কারণ, তার এই আচরণের পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। তিনি হয়তো সম্পর্কে আর ভালো নেই। তাই রোজ রোজ এমনটা হলে যত দ্রুত সম্ভব স্ত্রীর মনের খবর নিন। নইলে পরিস্থিতি খারাপ দিকে যেতে সময় লাগবে না।

নিজের বাপের বাড়ি দৌড়াচ্ছেন​: আপনার প্রতি বা আপনার পরিবারের প্রতি টান না থাকলে স্ত্রী তার বাবার বাড়িতেই বেশি সময় কাটাবেন। সেখানকার মানুষগুলিকে আকরে ধরেই তিনি বাঁচতে চাইবেন। তাই এই বিষয়টার দিকে অবশ্যই খেয়াল রাখুন। আর আপনার স্ত্রীরও যদি এই ধরনের কার্যকলাপ থাকে, তাহলে যত দ্রুত সম্ভব তার সঙ্গে আলাপচারিতা বাড়ান। তাকে প্রেমে ভুলিয়ে রাখুন। তাতেই খেলা ঘুরে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আপনার ব্যাপারে নো টেনশন​: আপনার বড় কোনও বিপদ দেখেও স্ত্রী কি নির্লিপ্ত থাকেন? এমনকী সেই ব্যাপারে একটা-দুটো কথাও বলেন না? তাহলে বুঝতে হবে আপনাদের সম্পর্কে ভালো নেই। দুজনের মধ্যে বেড়েছে দূরত্ব। তাই আজই তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন। তিনি কেন এমনটা করছেন, এটাও তার কাছ থেকে শুনতে হবে। তারপর সেই সমস্যা সমাধানের কাজে লেগে পড়ুন। তাকে ভালোবাসায় ভরিয়ে দিন। তাহলেই দেখবেন ধীরে ধীরে পরিস্থিতি বদলে যাবে।

সমস্যা সমাধানে​: নিজের উদ্যোগে এই সমস্যার সমাধান না করতে পারলে দুজনে মিলে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। তাকে গোটা বিষয়টা খুলে বলুন। এরপর তিনি যে পরামর্শ দেন, তা মেনে চলুন। তাহলেই দেখবেন ধীরে ধীরে সব কিছু বদলে যাবে। আপনারা আবার নতুন করে শুরু করতে পারবেন। সুখ ফিরে আসবে দাম্পত্যে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2