দীর্ঘদিনের দাম্পত্যেও হতে পারে বিচ্ছেদ, সচেতন হোন এখনি
মিল-অমিল বিবেচনায় নিয়েই অনেকে বিয়ের বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অনেক দম্পতি আগেই সম্পর্ক ছেদ করেন, অনেকে দীর্ঘ বছর সংসার করেও একই সিদ্ধান্ত নেন। দীর্ঘ দাম্পত্যেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা বিচ্ছেদ ডেকে আনতে পারে। দীর্ঘদিনের দাম্পত্যেও যেসব কারণে হতে পারে বিচ্ছেদ। জেনে নিন এর কিছু অংশ।
১. পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব
২. বিবাহবহির্ভূত সম্পর্ক
৩. পারিবারিক সহিংসতা
৪. যৌনজীবনে অপূর্ণতা
৫. দারিদ্র্য ও টানাপোড়েন
৭. মানসিক রোগ বা ব্যক্তিত্বের সমস্যা
বিচ্ছেদের পর যে বিষয়গুলো স্বরণে রাখা অতি জরুরি। যেমন, আবেগ নিয়ন্ত্রণ করুন। মনের স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক সংকটে প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। শোক, দুঃখ বা আঘাতকে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আর্থিক ব্যবস্থাপনা বা সম্পত্তির বিষয়ে আইন ও নিয়মের ব্যত্যয় ঘটাবেন না। নিজেকে গুটিয়ে রাখবেন না। নিজের স্বাতন্ত্র্য বজায় রাখুন। নতুন করে নিজেকে পরিচিত করান। পেশাগত আর সামাজিক কর্মকাণ্ডে সাবলীল থাকুন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: