• NEWS PORTAL

  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেসব কারণে স্ত্রী থাকতেও অন্য নারীতে আসক্ত হন স্বামী

প্রকাশিত: ১১:৩৪, ৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
যেসব কারণে স্ত্রী থাকতেও অন্য নারীতে আসক্ত হন স্বামী

প্রতিকী ছবি

স্ত্রীর পর্যাপ্ত ভালোবাসা, সেবাযত্ন প্রত্যেক স্বামীই পছন্দ করে। পক্ষান্তরে স্ত্রীও খেয়ালে রাখে স্বামীও তার প্রতি খেয়াল রাখছে কি না। তবুও দাম্পত্য কলহ দেখা দেয় অহরহ। একছাদের নিচে বাস করলে যেমন ভালোবাসা হয়, তেমনি মনোমালিন্যও দেখা দেয়। দুজনের সম্পর্ক ভালো না থাকলে প্রত্যেই অন্য নারী-পুরুষের দিকে ঝুঁকতে পারেন। জেনে নিন, কী কারণে স্ত্রী থাকতেও অন্য নারীতে আসক্ত হন স্বামী।

উদ্দেশ্য যদি আলাদা হয় হয়: স্বামী-স্ত্রীর কার্যকলাপ, উদ্দেশ্য বা লক্ষ্য যদি আলাদা হয় সেক্ষেত্রে বাড়তে থাকে দুরত্ব। যদিও সম্পর্কের শুরুতে এসব বিষয়ে কেউই তেমন চিন্তিত হন না, তবে সময় গড়াতেই একে অন্যের প্রতি তিক্ততা বাড়তে পারে বিভিন্ন কারণে। ফলে সম্পর্কে চিড় ধরে ও সঙ্গী আপনার থেকে দূরে চলে যেতে পারেন।

তৃতীয়পক্ষের ইন্ধন: সম্পর্ক ঠিক থাকার পরও যদি কোনো পুরুষ সঙ্গীকে ছেড়ে যান সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। এমনও হতে পারে যে, আপনার প্রেমিক হয়তো তার বন্ধু বা পরিজন বা তৃতীয়পক্ষের কারও কথায় অন্য মনোভাব নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন।

নেতিবাচক চিন্তাধারা: দীর্ঘদিন ধরে এক সম্পর্কে থাকার পর অনেক পুরুষই মনে করেন ওই সম্পর্ক থেকে আর কিছু পাওয়ার নেই! তখন তারা সম্পর্ক থেকে বেরিয়ে যান। তবে এমন ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মন খুলে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত তাকে ছেড়ে না গিয়ে।

অন্যকোন দিকে আসক্ত হলে: মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অনেক মানুষই স্বভাবত একাধিক নারীতে আসক্ত হন। আক্ষরিক অর্থে এদের বহুগামী বলে। নিজের স্ত্রী থাকতেও এরা পর নারীতে আসক্ত হন। 

প্রতারণার প্রবণতা: যাদের মধ্য়ে প্রতারণা করার প্রবণতা থাকে, তারা সহজেই অন্যকে ঠকাতে পারেন। তাই কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ভালো করে জেনে নিন তিনি কী আগের সঙ্গীকেও ঠকিয়েছেন কি না! যদি তেমনটি হয় তাহলে সম্পর্কে জড়াবেন না, কারণ যে ব্যক্তি একবার কাউকে ঠকাতে পারেন তিনি আপনাকেও হয়তো ঠকাবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2