• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যে ৫ কারণে বিবাহিত ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়

প্রকাশিত: ১২:২১, ২৪ জুলাই ২০২২

আপডেট: ১৭:০৫, ১৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
যে ৫ কারণে বিবাহিত ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়

প্রতীকী ছবি

নারী-পুরুষ সৃষ্টির এক অপার বিস্ময়। একে-অপরের পরিপূরক নারী ও পুরুষ। পরিচয়, প্রেম বিয়ে, সখ্যতা, বন্ধুত্ব সবকিছুতেই নারী-পুরুষের মধ্যে আলাদা আবেদন কাজ করে। তবে প্রচলিত আছে নারীরা বিবাহিত পুরুষের প্রেমে বেশিই পড়ে! যদিও কথাটির গবেষণাগত কোনো ভিত্তি নেই।

তবে এ বিষয় নিয়ে নানান জনের নানান মন্তব্য থাকলেও এবার সমীক্ষায় আসল সত্যতা যাচাই হয়েছে। সম্প্রতি ভারতে এক সমীক্ষায় দেখা গেছে মেয়েদের মধ্যে বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা রয়েছে।

গবেষকরা অবশ্য এ ব্যাপারে গবেষণা করে কিছুটা কারণ জানাতে পেরেছেন। কয়েকটি কারণ উদঘাটন করে তারা জানিয়েছেন, ঠিক কী কী কারণে মেয়েরা বিবাহিত ছেলেদের প্রেমে পড়ে?

* বিবাহিত একজন পুরুষ সাধারণত অবিবাহিতদের চেয়ে দয়ালু এবং ম্যাচিওর্ড হয়। আর গুণের কারণে বিবাহিত পুরুষদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। শুধু নারীরাই নন, পাখি এবং মাছেরাও নাকি এই পদ্ধতিতেই অপর লিঙ্গের প্রতি আকর্ষিত হয়। 

* একজন বিবাহিত পুরুষ একজন অবিবাহিত পুরুষের থেকে ইমোশনের দিক থেকে অনেকটাই এগিয়ে। একবার বিয়ে করার ফলে তারা মেয়েদের বেসিক সাইকোলজি খুবই ভালো বুঝতে পারেন। ফলে ইমোশনাল সমস্যাগুলো খুব বেশি থাকে না। তাই মেয়েদের আকর্ষণটা বেশি থাকে।

* বিবাহিত পুরুষের প্রতি শারীরিক আকর্ষণও বেশি অনুভব করেন অবিবাহিত নারীরা। কারণ একথা সহজেই অনুধাবনীয় যে, মিলনের ক্ষেত্রে একজন অবিবাহিত পুরুষের থেকে বিবাহিতরা স্বাভাবিকভাবেই অনেকটা এগিয়ে থাকবে।

* সমীক্ষা বলছে, একজন অবিবাহিত পুরুষের থেকে একজন বিবাহিত পুরুষের সঙ্গে বেশি নিরাপদ বোধ করেন অবিবাহিত নারীরা। সেটা সামাজিক হোক বা আর্থিক দিক, সব দিক থেকে প্রতিষ্ঠিত হওয়ার কারণে নারীরা অনেক বেশি নিশ্চিন্তভাবে মেলামেশা করতে পারেন বিবাহিত পুরুষের সঙ্গে।

* কোনো বড় প্রতিষ্ঠানে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তারা সাধারণত বিবাহিত হন। বিবাহিত পুরুষের মধ্যে লেভেলের মানুষজন থাকেন প্রথম সারিতে। সেক্ষেত্রে ধরা যায়, ক্যারিয়ার এবং ভবিষ্যত্‍ সুনিশ্চিত করার লক্ষ্যেও এই ধরনের অনেক সম্পর্কে জড়ান নারীরা। এটাও একটা বড় প্রাপ্তি অবিবাহিত মেয়েদের জন্য।

তবে কারণে বা অকারণে, প্রথম দেখা বা চলার পথে নারী-পুরুষ একে অপরের প্রেমে পড়তে পারে। এক্ষেত্রে কোনো গবেষণা কিংবা কোনো প্রমাণিত তত্ব কাজে লাগে না।

আরও পড়ুন: 
লম্বা পুরুষের বিবাহবিচ্ছেদের ঝুকি বেশি, বলছে গবেষণা

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2