• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তৃতীয় লিঙ্গের মানুষ কেন জন্মায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

প্রকাশিত: ১৯:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৯:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
তৃতীয় লিঙ্গের মানুষ কেন জন্মায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

নারী-পুরুষ ছাড়াও সৃষ্টির এক বিরাট রহস্য তৃতীয় লিঙ্গ বা হিজড়া। যারা নারীও না আবার পুরুষও না। সমাজে তাদের আলাদা একটা শ্রেণি তৈরি হয়েছে। নিজেদের গোষ্ঠীর মধ্যেই থাকতে তারা পছন্দ করেন। কিন্তু কথা হলো- নারী ও পুরুষের বাইরে হিয়ে তৃতীয় লিঙ্গের সন্তান কেন জন্ম নেয়?

বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী, মানবদেহে মোট ৪৬টি বা ২৩ জোড়া ক্রোমোজম থাকে।এ র মধ্যে ২২ জোড়া ক্রোমোজমকে অটোজম বলে আর বাকি এক জোড়া ক্রোমোজমকে সেক্স ক্রোমোজম বলে।

বাংলাদেশেও তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা  অনেক

এই সেক্স ক্রোমোজম দুটি এক্স (X) এবং ওয়াই(Y) নামে পরিচিত। সন্তানের লিঙ্গ নির্ধারণে এরা মূখ্য ভূমিকা পালন করে।

অন্যদিকে নারীদের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজমই X ক্রোমোজম অর্থাৎ XX, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X অপরটি Y ক্রোমোজোম অর্থাৎ XY।

হিজড়ারা সমাজের সবার সাথে মেশে না। নিজেরা আলাদা সম্প্রদায় করে থাকে।

এখন মিয়োসিস কোষ বিভাজন যদি ঠিকভাবে সম্পন্ন হয় তাহলে সন্তান হয় ছেলে নয়তো মেয়ে হয়।

কিন্তু মাঝে মধ্যে কোষ সঠিকভাবে বিভাজন না হওয়াই সেক্স ক্রোমোজম XX বা XY এর বদলে XXX বা XXY এইরকম অস্বাভাবিক কোষের সৃষ্টি হয়, যার ফলস্বরূপ বাচ্চা হিজড়া হয়। 

বিশ্বের সব দেশেই হিজড়া দেখা যায়

সমাজে তৃতীয় লিঙ্গর মানুষদের দিকে তীর্যকভাবে তাকানোর প্রচলন রয়েছে। কিন্তু এটা মোটেও ঠিক না। কেননা হিজড়া কেউ নিজে থেকে হয় না। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। অন্যদিকে আমাদের সমার উচিত তাদের প্রতি স্বাভাবিক দৃষ্টি ভঙ্গী রাখা। এতে করে সমাজে এরা ভালো স্থান পাবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2