খুশকি দূর করতে ব্যবহার করুন এই ম্যাজিক উপাদান

শুধু শীতকালেই নয়, সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন অনেকে। বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করেও কোনো ফল মেলে না। তবে আপেল সিডার ভিনেগার ব্যবহারে খুব সহজেই খুশকির সমস্যা নিয়ন্ত্রণে আসতে পারে। মাথার ত্বককে সুস্থ রাখে এই উপাদানটি।
চলুন জেনে নেওয়া যাক, খুশকি সারাতে আপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন -
আপেল সিডার ভিনেগার ম্যাসাজ
হাতে পরিমাণমতো ভিনেগার নিয়ে পুরো মাথার ত্বকে ম্যাসাজ করুন। তারপর ১০ মিনিট রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই পদ্ধতি প্রয়োগ করুন।
আপেল সিডার ভিনেগার ও টি ট্রি অয়েল
৩ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে কয়েক ফোটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর ১০ মিনিট রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি করতে পারেন।
আপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা
২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান। ঘন পেস্ট তৈরি করুন। স্ক্যাল্পে এই পেস্ট লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন প্রায় ৫ মিনিট। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'বার এটি করুন।
অ্যালোভেরা ও আপেল সিডার ভিনেগার
৫ টেবিল চামচ নারকেলের দুধ, ৬ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। ভেজা চুলে এই মিশ্রণটি লাগিয়ে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট রাখার পর চুল ধুয়ে ফেলুন। এর পর ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার এবং এক কাপ জল একসঙ্গে মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। এর পর আর নর্মাল জল দিয়ে চুল ধোওয়ার দরকার নেই। সপ্তাহে দু'বার এটি করতে পারেন।
আপেল সিডার ভিনেগার ও মধু
হাফ কাপ আপেল সিডার ভিনেগার, ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ফেলুন। তারপর শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ১৫ মিনিট। এবার শ্যাম্পু করে নিন।
আরও পড়ুন:
বিভি/টিটি
মন্তব্য করুন: