• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডায়াবেটিক রোগীরা রোজায় ইনসুলিন নেবেন যেভাবে

প্রকাশিত: ২২:০৬, ২১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ডায়াবেটিক রোগীরা রোজায় ইনসুলিন নেবেন যেভাবে

মুসলমানদের জন্য রমজান মাস বহুল প্রতিক্ষীত। বছরে একমাস রোজা রাখা স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। তবে রমজানে ইনসুলিন দেওয়া নিয়ে অনেক ডায়াবেটিক রোগী চিন্তায় পড়ে যান। তাই এ নিয়ে থাকা চাই পরিষ্কার ধারণা।

চলুন জেনে নিই রোজায় ডায়াবেটিস রোগীরা যেভাবে ইনসুলিন নেবেন-

যারা প্রি-মিক্সড ইনসুলিন নেন (যেমন মিক্সটার্ড ৩০/৭০) কিংবা যারা দুই বেলা ইনসুলিন নেন, তাদের সকালের ইনসুলিন ইফতারের সময় নিতে হবে। তবে ইফতারের সময় রোজা ভেঙে ইনসুলিন নিয়ে আধঘণ্টা অপেক্ষার দরকার নেই। রাতের ইনসুলিন নিতে হবে সেহরির সময়।
 
যাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে তাদের ক্ষেত্রে ইফতারের সময় (সকালের ডোজ) ২০-৩০ শতাংশ কম নিলেও হবে। রাতের ইনসুলিনের অর্ধেক পরিমাণ বা এক তৃতীয়াংশ পরিমাণ সেহরিতে নিতে হবে।
 
যাদের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে না বা বেশি থাকে তাদের জন্য সকালের ডোজ ২০-৩০ শতাংশ বাড়বে। সেহরিতে রাতের ডোজের অর্ধেক দিতে হবে।
 
বেসাল ইনসুলিন যদি কেউ নিয়ে থাকেন তার ডোজ ২০-৩০ শতাংশ কমবে।
 
ইনসুলিনের সঙ্গে কেউ মুখে খাওয়ার ওষুধ নিয়ে থাকলে সকালের ডোজ ইফতারে ও রাতের ডোজ সেহরির সময় নিতে হবে।
 
ডায়াবেটিক রোগীদের অবশ্যই রোজার শুরুতে একজন অভিজ্ঞ ডায়াবেটিক বিশেষজ্ঞের কাছ থেকে ইনসুলিনের ডোজ ও ডায়েট ঠিক করিয়ে নিতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: