সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঠেকাবেন যেভাবে

প্রায় প্রতিটি সম্পর্কেই নানান ধরনের অভিযোগ শোনা যায়। বিয়ে মানেই একটা সম্পর্কের ওপর নতুন দায়িত্ব এবং সারাক্ষণই প্রত্যাশার পাহাড়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বিয়ের রঙিন পর্দা খসে পড়তে থাকে। সঙ্গীকে তখন আর সবার সেরা বলে মনে হয় না, তার দোষত্রুটিগুলো বড় হয়ে চোখে ধরা পড়ে। সম্পর্ক থেকে আবেগের আস্তরণটা ক্রমেই ফিকে হতে শুরু করে।
মনস্তত্ত্ববিদরা বলেন, বিয়ের বাঁধন ক্রমশ আলগা হওয়ার শুরু এখান থেকেই। সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনাও শুরু হয় এখান থেকেই।
কিছুটা প্রচেষ্টা, কিছুটা যত্ন আর কিছুটা বাড়তি মনোযোগই পারে আপনার দুর্বল হয়ে যাওয়া সম্পর্ককে সামলাতে। জেনে নিন কীভাবে সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সামলাবেন।
১. অধিকাংশ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনের কারণ হয় সম্পর্কের একঘেয়েমি। সম্পর্কে একঘেয়েমি এলে অন্যের প্রতি আকর্ষণ বাড়ে। আজকাল অধিকাংশই নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। সারা দিন টাকার পেছনে ছুটছে স্বামী, আর স্ত্রী সামলাচ্ছে সংসার। অনেক পরিবারে আবার দুজনই কর্মরত। ফলে একে অন্যের জন্য সময় নেই। এ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আসতেই পারে। তাই সম্পর্কে একঘেয়েমি আসতে দেবেন না।
২. অতিরিক্ত প্রত্যাশার জন্য ভাঙতে পারে সম্পর্ক। আপনার বিপরীতে থাকে মানুষটির থেকে প্রত্যাশা করবেনই। কিন্তু এমন প্রত্যাশা করবেন না, যা পূরণ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সব সময় তার কথা বোঝারও চেষ্টা করুন। এতে সম্পর্ক মজবুত হবে। কখনো তাকে চাপ দেবেন না। তাহলে আপনার প্রতি আগ্রহ হারাতেই পারে। সে ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আসতে পারে সম্পর্কে।
৩. সন্দেহের জন্য সম্পর্ক ভাঙে। আর এই সন্দেহের কারণে সবার আগে সম্পর্ক তিক্ত হয়। যার জন্য সে আপনার প্রতি আগ্রহ হারাতেই পারে। সম্পর্কে সন্দেহ আসতে দেবেন না। এর থেকে ভুল বোঝাবুঝি হয়। দীর্ঘদিন দুজনের সম্পর্ক খারাপ চললে সে তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতেই পারে।
৪. দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্কের একটা গুরুত্ব রয়েছে। দাম্পত্য সুখ অনেকটা এর ওপর নির্ভর করে। তাই যদি যৌনজীবনে অতৃপ্তি থাকে, তাহলে সম্পর্কে তার প্রভাব পড়তে পারে। যৌন অতৃপ্তির কারণে তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারে আপনার সঙ্গী।
৫. সারাক্ষণ ঝগড়া করেন, কিংবা তাকে বদলাতে চেষ্টা করেন, অথবা আপনাদের সম্পর্কে কি শুধু একজনেরই ইচ্ছা প্রাধান্য পায়? এমন হলে তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারে সঙ্গী। তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে দুজনের ইচ্ছাকে প্রাধান্য দিন।
বিভি/টিটি
মন্তব্য করুন: