আবারো পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা
আবারো পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে এক শিশুকে। বগুড়ার কাহালুতে শিশু শ্রমিক রাসেলকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে রাসেল ও তার সহযোগি রুবেল হাওয়া দিয়ে কারখানার মেঝে পরিস্কার করছিলো। এসময় তারা একে অন্যের দিকে হাওয়া দিয়ে দুষ্টুমিতে মেতে ওঠে। এরই এক পর্যায়ে রুবেল, রাসেলকে মেঝেতে ফেলে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।
গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই মৃত্যু হয় শিশু শ্রমিক রাসেলের। নিহত রাসেল কাহালু উপজেলার বীরকেদার গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ডাক্তার জানান, শরীরের ভেতেরে অতিরিক্ত বায়ু প্রবাহের ফলে তার পাকস্থলীসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে। একারণেই মৃত্যু হয় রাসেলের।
মন্তব্য করুন: