• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

মনোনয়ন প্রত্যাহার করে জামায়াতপ্রার্থীকে সহযোগিতার আশ্বাস ডা. মাহমুদা মিতুর

প্রকাশিত: ২০:২০, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:২০, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মনোনয়ন প্রত্যাহার করে জামায়াতপ্রার্থীকে সহযোগিতার আশ্বাস ডা. মাহমুদা মিতুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টি ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু। তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হককে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

পোস্টে তিনি লিছেছেন, ‘আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঠালিয়া রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইলো। আমি ইনশাআল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১ এ থাকবো।

আপনারা যারা আমার সাথে প্রচারণায় থাকতে চেয়েছিলেন, আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন, সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকবো। 

ঝালকাঠির-১ আসনের গণমানুষের ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত