• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে শুরু প্রচারণা

প্রকাশিত: ০৮:৫৪, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:২১, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনী প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে শুরু প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গতকাল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মোট ১৯ জন। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বুধবার (২১ জানুয়ারি) ভোটের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।

এদিকে, এ পর্যন্ত নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নেওয়া হয় সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহার করেন ঢাকার ১৩টি আসনের মোট ১৯ প্রার্থী ।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের বেশিরভাগই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলের প্রার্থীরা। 

এদিকে, দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, প্রতীক বরাদ্দের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হবে আজ বুধবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত