প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু, আগামীকাল থেকে প্রচারণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে গতকাল। আগামীকাল থেকে প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
ইসির রোডম্যাপ অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। একইদিনে অয়োজন করা হয়েছে গণভোটের। সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এদিকে, গতকাল নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশে ২৯৮টি আসন থেকে ৩০৫ জন ভোটের মাঠ ছেড়েছেন। ঢাকার ২০টি আসন থেকে ২৭ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। সে হিসাবে ঢাকার আসনগুলোতে ভোটের মাঠে লড়াই করবে ১৩৫ জন।
এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল দায়ের করা হয়। এরমধ্যে কমিশন ৪২৫টি রায় মঞ্জুর এবং ২০৬টি আপিল নামঞ্জুর করে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: