• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

প্রকাশিত: ২৩:৫৭, ২৭ জুলাই ২০২৩

আপডেট: ০৮:১৬, ২৮ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

অক্টোবরের শেষের দিকে বা মাঝামাঝি কোনো একটা সময়ে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন কবে হবে ওটা আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি আমাদের ওয়ার্ক প্ল্যানে। সেটা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ডিসেম্বরের শেষ সপ্তাহ। সেটা আমাদের ঘোষণা আগে থেকেই দেওয়া আছে।’

জাতীয় নির্বাচনে কোনো চাপ আছে কি? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কোনো মহল থেকে আমাদের ওপর কোনো চাপ নেই। সংবিধানের বিধিবিধান মাথায় রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। কোনো চাপ অনুভব করছি না। আমার আস্থা-বিশ্বাস বর্তমানে প্রশাসন ও পুলিশ যেভাবে দায়িত্ব পালন করছে দ্বাদশ জাতীয় নির্বাচনেও অনুরূপভাবে দায়িত্ব পালন করবে।’

সংকটি নির্বাচন কমিশনে নয়, সংকট রাজনীতিতে বলে উল্লেখ করেন সিইসি। সংকট মোকাবিলা রাজনৈতিক দলগুলোকে নিরসন করতে হবে। আমরা শুধু নির্বাচন আয়োজন করবো, আপনাদের দিকে তাকিয়ে আছি।’
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2