• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ছবি: ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ধারাবাহিকতা ও পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির কারণে দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ।

বিএনপি-জামায়াতের পাঁচ বছর এবং সামরিক সরকারের দুই বছর দেশের অর্থনীতি বন্ধ্যাত্বের কবলে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বিদেশিদের বাংলাদেশের সকল খাত উন্মুক্ত। এমনকি বিদেশিরা যাতে বিনিয়োগ করে লভ্যাংশ দেশে নিতে পারে সেজন্য সুযোগ করে দেয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ ও ডেল্টা প্ল্যানের লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ দরকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

বিভি/এমআর

মন্তব্য করুন: