বড় কোন আক্রমণ নয়, তিনটি সাইট ডিডস হামলার শিকার: সার্ট
ঘোষণা অনুযায়ী, (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই দেশের সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি হ্যাকার গ্রুপের। হামলার পর এরই মধ্যে বেশ কয়েকটি সাইটের স্ক্রিনশর্ট শেয়ার করেছে হ্যাকারগ্রুপটি।
নিজেদের ভারতীয় হ্যাকার গ্রুপ দাবি করে তারা বলছে, দেশের বড় দুটি হাসপাতালে সাইবার হামলা চালনো হয়েছে। এ সংক্রান্ত স্ক্রিনশর্টও শেয়ার করেছে গ্রুপটি। এছাড়া কোন সময় সাইট ডাইন ছিলো সেটি চেক করতে একটি লিংক ও সরবরাহ করেছে গ্রুপটি।
ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার ঠিকানা এবং ট্রানজেকশেন সংক্রান্ত একটি স্ক্রিনশর্ট শেয়ার করে একটি আইএসপি প্রোভাইডারের সাইটে হামলা চালানোর দাবি করেছে হ্যাকার গ্রুপটি।
এই বিষয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বাংলাভিশনকে বলেন, হামলার বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করছি যাতে বড় কোন ধারনে দূর্ঘটনা না ঘটে।
এছাড়া সরকারি গুরুত্বপূর্ণ আরো তিনটি সংস্থার সাইটে সাইবার হামলার দাবি জানিয়েছে গ্রুপটি।
এ বিষয়ে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক ইঞ্জি. সাইফুল আলম খান বাংলাভিশনকে বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোন সাইবার হামলা ঘটেনি। তবে, তিনটি সাইটে ডিডস হামলা চালানো হয়েছে। আক্রান্ত সাইটগুলো ইতিমধ্যে সচল হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, কোন দিন ক্ষণ ঠিক করে নয়, সাইবার হামলা যে কোন সময়ই হতে পারে। তাই সাইবার হামলার বিষয়ে সতর্ক থাকার কোন বিকল্প নেই।
এর আগে ১৯ সেপ্টেম্বরের সাইবার হামলার বিষয়ে গত ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এ সময় তারা সরকারি বেসরকারি গূরুত্বপূর্ণ সংস্থাগুলোকে সাইবার হামলার সতর্ক থাকার পরামর্শ দেয়।
বিজিডি ই-গভ সার্টের হিসাব বলছে, গত ১৫ আগস্ট দেশে ১০ টির বেশি সাইটে ডিডস হামলা চালায় হ্যাকার গ্রুপ।
বিভি/ এসআই
মন্তব্য করুন: