• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আমেরিকার নতুন ভিসা নীতি, যা বললেন পুলিশের ডিসি মিডিয়া

প্রকাশিত: ১৫:০১, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৫:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আমেরিকার নতুন ভিসা নীতি, যা বললেন পুলিশের ডিসি মিডিয়া

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেছেন, দুই লাখ সদস্যের বাহিনীর ক'জন সদস্যই বা নিজে আমেরিকা যান ও তাদের পরিবারের সদস্যদের পাঠান। তাই মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর কোনো প্রভাব পড়বে না, কাজের গতিও কমবে না। 

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে তিনি  এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন ভিসা নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ আছে। কিন্তু বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি দিয়েছে, তাদের নামের তালিকা আমরা পাইনি‌। এই ভিসা নীতির মধ্যে সাবেক পুলিশ সদস্য থাকতে পারে, আবার বর্তমান সদস্যরা থাকতে পারে। 

ফারুক বলেন, যাদের ওপরে ভিসা নীতি আসবে তারাই শুধু আমেরিকায় যেতে পারবে না। কিন্তু দুই লাখ পুলিশ বাহিনীর কয়জনই বা আমেরিকায় যান। খুবই নগণ্য সংখ্যক আমেরিকায় যান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই ভিসা নীতিতে পুলিশ বাহিনীর কাজের উপরে কোনো প্রভাব পড়বে না। 

এছাড়া পুলিশ বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করে, এতেও কোনো প্রভাব পড়বে না। পুলিশ আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে।

ভিসা নীতির মধ্যে নির্বাচনে দ্বায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান ডিএমপির এই মুখপাত্র।

বিভি/এনএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2