• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না: বাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৯, ৮ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:৪৩, ৮ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না: বাংলাদেশ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়ে দুপক্ষের হামলায় নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে রবিবার (৮ অক্টোবর) বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলেছে, নিরপরাধ মানুষের প্রাণহানি রোধে আমরা যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব ও জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ফিলিস্তিন ও ইসরায়েলকে জাতিসংঘের রেজুলেশন নং ২৪২ ও ৩৩৮ অনুসরণ করে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাসের সমর্থন করে, যা এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। চলমান যুদ্ধ বন্ধে সংলাপ ও কূটনীতিই স্থায়ী সমাধান হতে পারে বলে আশা ব্যক্ত করেছে বাংলাদেশ। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2