• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বেশি সংখ্যক বাংলাদেশিদের চীনে নিতে পদক্ষেপ নিয়েছে চায়না দূতাবাস: ইয়াও ওয়েন

প্রকাশিত: ১২:০৬, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১২:০৭, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বেশি সংখ্যক বাংলাদেশিদের চীনে নিতে পদক্ষেপ নিয়েছে চায়না দূতাবাস: ইয়াও ওয়েন

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বেশি সংখ্যক বাংলাদেশি যাতে চীনে যেতে পারে সেজন্য নানা পদক্ষেপ নিয়েছে চায়না দূতাবাস। 

ভিসা সহজিকরণ, অনলাইন সিস্টেম চালুসহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে চীনা ভিসা সেন্টারের উদ্বোধন করে ইয়াও ওয়েন এসব কথা বলেন। 

তিনি জানান, দিন দিন ভিসা প্রত্যাশীর সংখ্যা বাড়ায় নতুন ভিসা সেন্টার চালু করলো দূতাবাস। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা তার। দু'দেশের জনগণ পর্যায়ে যোগাযোগ ও বিনিময় বাড়াতে ভিসা সেন্টার কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত। গত ১০ মাসে ৪০ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেয়া হয়েছে বলে জানান তিনি। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2