• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬৬৮৬ জন : যাত্রী কল্যাণ সমিতি

প্রকাশিত: ০৬:৫৬, ৯ জানুয়ারি ২০২১

আপডেট: ০৭:২১, ৯ জানুয়ারি ২০২১

ফন্ট সাইজ
২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬৬৮৬ জন : যাত্রী কল্যাণ সমিতি

গত বছর সারাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ হাজার ৬শ ৮৬ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক সড়ক দূর্ঘটনা পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান বিদায়ী বছরে ৪ হাজার ৮শ ৯১ টি সড়ক দুর্ঘটনা হয়েছে। আর সড়ক রেল ও নৌ-পথে সব মিলিয়ে দুর্ঘটনার সংখ্যা পাঁচ হাজার ৩শ ৯৭টি। সে হিসেবে মোট মারা গেছেন সাত হাজার তিনশো ১৭ জন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় সংগঠিত দুর্ঘটনার ৫২ দশমিক ৯৬ শতাংশ বাস চাপা দেয়ার ঘটনা। পরিসংখ্যানে দেখা যায়, আগের বছরের তুলনায় গত বছরের দুর্ঘটনা ও নিহতের সংখ্যা কম হলেও মুখোমুখি সংঘর্ষের ঘটনা বেড়েছে। সেই সাথে বেশি ছিলো মটরসাইকেলের দুর্ঘটনা। ২০২০ সালে দুর্ঘটনায় ৬ হাজার সাতশ' ৩৬টি যানবাহনের পরিচয় মিলেছে, যার ১৩ দশমিক ২ শতাংশ বাস। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে কথা বলেন।

মন্তব্য করুন: