• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সারাদেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’র ঘোষণা আন্দোলনকারীদের

প্রকাশিত: ১৯:৫৮, ৯ জুলাই ২০২৪

আপডেট: ২০:২৮, ৯ জুলাই ২০২৪

ফন্ট সাইজ

কোটা বাতিলের এক দফা দাবিতে আগামীকাল বুধবার (১০ জুলাই) সারাদেশে সকাল সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন সকাল ১০টা থেকে সারাদেশে শিক্ষার্থীদের সড়ক, নৌ ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালনের আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ জুলাই) বিকালে সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে প্রেস কনফারেন্সে করে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।

প্রেস কনফারেন্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, 'সারাদেশের সব মহাসড়ক, নৌ ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে।'

সমন্বয়কারীরা গণমাধ্যমকর্মীদের জানান, 'আজ দেশের বিভিন্ন জায়গার শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করেছেন তারা। আদালতের নির্দেশের বাইরেও তারা সরকারের নির্বাহী বিভাগের কাছ থেকে লিখিত আশ্বাস চান কোটা সংস্কারের বিষয়ে। এ কারণে তারা বুধবার সকাল-সন্ধ্যা ব্লকেড পালনের সিদ্ধান্ত নিয়েছেন।'

বিভি/টিটি

মন্তব্য করুন: