• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যমুনা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন, সাশ্রয় প্রায় ১৫ কোটি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৭, ১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
যমুনা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন, সাশ্রয় প্রায় ১৫ কোটি

দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে। দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি প্রাক্কলিত মূল্যের চেয়ে ২০.২১% টাকা সাশ্রয়ে ৫ বছর সেতু টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পান। রবিবার রাত ১২ টা থেকে তাদের কার্য দিবস শুরু হয়।

কার্য দিবসের প্রথম দিনেই যানবাহন দ্রুত পারাপার করার জন্য ফাস্ট ট্যাকের একটি বুথ থেকে বাড়িয়ে ৭টি বুথে এ সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতৃ কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) আলতাফ হোসেন সেখ।

নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের পর রবিবার যমুনা সেতু পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।

সেতুর প্রাক্কলিত মূল্য ছিল চুয়াত্তর কোটি পঁচাত্তর লক্ষ ঊনত্রিশ হাজার ছয়শত একুশ টাকা এবং সর্বনিন্ম দরদাতা হিসেবে ঠিকাদারি কোম্পানি ঊনষাট কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই  হাজার পাঁচশত চার টাকা মূল্যে দরপত্র প্রদান করা  হয়। এতে প্রাক্কলিত মূল্য হতে বাংলাদেশ সরকারের ১৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার ১১৭ টাকা সাশ্রয় হবে।

নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব জনবল দিয়ে টোল আদায় ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2