জিজ্ঞাসাবাদ শেষে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পেলেন আজহারী

ছবি: মিজানুর রহমান আজহারী
মালয়েশিয়ায় ঢুকতে কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন বিশ্ববরেণ্য ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারী। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১১ অক্টোবর) কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে দেশটিতে ঢুকতে দেয়নি। জানা যায়, মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদ করে ইমিগ্রেশন পুলিশ।
দেশটির পুলিশ সূত্র বলছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে বিগত সরকারের আমলের একটি অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।
এর আগে শুক্রবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেশত্যাগ করেছেন বলে জানান তিনি। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরবো।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্টে মালয়েশিয়া যাওয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই ইসলামি বক্তা।
বিভি/এমআর
মন্তব্য করুন: