সাফ জয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে অভিনন্দন জানান তিনি।
বিবৃতিতে ড. ইউনূস বলেন, এই শিরোপা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তাদের নিয়ে গর্বিত। গোটা জাতিও তাদের নিয়ে গর্বিত।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফ জয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। দেশে ফেরার পর বিজয়ী দলকে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সংবর্ধনা জানাবেন বলেও জানান তিনি।
আজ (৩১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ নারী ফুটবল দলের দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের ছাদখোলা বাসে বরণ করবে।
বাংলাদেশ নারী ফুটবল দল বুধবার (৩০ অক্টোবর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ।
বিভি/এআই
মন্তব্য করুন: