নগর পিতা নয়, সেবক হয়ে পাশে থাকতে চাই: ডা. শাহাদাত হোসেন
নগর পিতা নয়, নগর সেবক হিসেবে চট্টগ্রাম মহানগরীর ৭০ লাখ মানুষের পাশে থাকতে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম রেলস্টেশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে, মেয়র হিসেবে শপথ শেষে দুপুরে ঢাকা থেকে রেলপথে চট্টগ্রাম ফেরেন মহানগরীর নতুন নগর পিতা। নয়া মেয়র আরো বলেন, চট্টগ্রাম মহানগরী হবে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি। এর জন্য নতুন মেয়রকে একটু সময় দেয়ারও অনুরোধ জানান নগরবাসীর প্রতি। তিনি নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবেন বলেও অঙ্গীকার করেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: