• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম সেনানিবাসে প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত 

প্রকাশিত: ১৭:৩১, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৩২, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রাম সেনানিবাসে প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত 

চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার-ইবিআরসি এর রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। কুচকাওয়াজ অনুষ্ঠানে রিক্রুটদের সর্বমোট ছয়টি কন্টিনজেন্ট অংশ নেয়।

রিক্রুটদের মধ্যে সর্ব বিষয়ে চৌকস নৈপুণ্য প্রদর্শনের জন্য রিক্রুট শাহাব উদ্দিন গনি কোম্পানি শ্রেষ্ঠ রিক্রুট এবং জেনারেল ওসমানী কোম্পানি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথি শ্রেষ্ঠ রিক্রুটসহ অন্যান্য সব বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রিক্রুট ব্যাচের সকল নবীন সৈনিক ও  সকল সেনাসদস্যদের দায়িত্বের সাথে কর্তব্য পালনের আহবান জানান তিনি। এদিকে, সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সিগন্যাল কোরের-২০২৪ ব্যাচ রিক্রুটদের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাকসুদুল হক। এতে নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে যুক্ত হয় নবীন সৈনিকরা।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2