• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৩:৪৪, ২৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে: অর্থ উপদেষ্টা

ছবি: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই বিল্পবে দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে ছাত্ররা নতুন বাংলাদেশের স্বপন জানিয়েছে। আর তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে।  

রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে 'ওয়াল আর্ট প্রদর্শনী'।

শনিবার (২৩ নভেম্বর) সকালে আট দিনের প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।

এসময় অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবাদের ভাষা হাজার হাজার পেজ লিখে যতটা না বোঝানো যায়, তার চেয়েও বেশি বুঝানো সম্ভব একটি ছবি দিয়ে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বিশ্বব্যাংক সব সময়ই তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে।

প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত বিভিন্ন দেয়াল শিল্প প্রদর্শন করা হয়েছে। যা একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য তাদের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।  

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2