• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজীপুরে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৪

প্রকাশিত: ১৮:৪১, ১২ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
গাজীপুরে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৪

গাজীপুরে তাবলীগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন চারজন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টঙ্গী ইজতেমা মাঠের বাইরে স্টেশন রোড এলাকায় এই সংঘর্ষ হয়।

সাদ অনুসারীরা জানান, ২০ ডিসেম্বর জোর তাবলীগের বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে সেখানে আসার পর তারা বাধার সম্মুখীন হন।

তারা আরও অভিযোগ করেন, জুবায়েরপন্থীরা টঙ্গীতে পাঁচ দিনের জোর ইজতেমা করলেও সাদপন্থীদের তা করতে দেয়া হয়নি। হামলা চালানো হয়েছে।

হামলার প্রতিবাদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন সাদপন্থীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করেন।  

বিভি/এআই

মন্তব্য করুন: