• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কেন্দ্রীয় শহীদ মিনারে এবার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

প্রকাশিত: ১৩:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
কেন্দ্রীয় শহীদ মিনারে এবার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

ছবি: শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সারাদেশ থেকে বিভিন্ন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে।

এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণসহ ৬ দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সেজন্য ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহীদ মিনারে অবস্থান করবো। 

এসময় তারা স্বাধীন কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান। সেই সঙ্গে সব নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি তাদের। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। 

 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2