• NEWS PORTAL

  • বুধবার, ০৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক মধুর: হাইকমিশনার মারুফ 

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৬:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক মধুর: হাইকমিশনার মারুফ 

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের মধুর সম্পর্ক। এই সম্পর্ক মজবুত করতে দ্বিপাক্ষিকভাবে নানা পরিকল্পনা গ্রহন করা হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, পাকিস্তানি পণ্য আমদানিতে ট্যাক্স ফ্রি করা না হলেও সব ধরনের সুযোগ-সুবিধা পাবে ব্যবসায়ীরা। উত্তরাঞ্চলে ভারী শিল্প স্থাপনেরও আশ্বাস দেন তিনি। বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলেও আশ্বাস দেন হাইকমিশনার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে পাকিস্তান বাংলাদেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনায় এসব কথা বলেন তিনি।

হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে ‍উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে তিনি খুশি উল্লেখ করে সম্পর্ক আরো দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যে যে পণ্যের চাহিদা রয়েছে, সেই বিষয়গুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের বলেন তিনি। 

রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন।

আলোচনা শেষে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এসময় ব্যবসায়ী ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে ছবি তোলেন তিনি। 

আলোচনায় রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমিন গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান, সিনিয়র সাংবাদিক বাসসের মামুন ইসলাম, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সাংবাদিক জুয়েল আহমেদ, সিটি প্রেসক্লাব কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক সংগ্রামের নুরুজ্জামানসহ অন্যান্য সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: