ইসরাইলের ‘ফাইবার.কম’ অ্যাকাউন্ট ডিলিট করে ফ্রিল্যান্সারদের প্রতিবাদ

গত কয়েকদিন ধরেই অন্য যেকোনো সময়ের তুলনায় ফিলিস্তিন নিদের পক্ষে বিশ্বজুড়ে সমর্থন বেড়েই চলেছে। গত ৭ এপ্রিল বিশ্বজুড়ে ‘সলিডারিটি স্ট্রাইক’ পালন করা হয়। এই দিন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখে ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া হয়।
এই তালিকায় বাদ যায় নি বাংলাদেশও। দেশের সর্ব স্তরের জনগন এই দিন ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় নেমে আসে। হাতে প্ল্যাকার্ড, ব্যনার ফেস্টুন সহ বিভিন্ন স্লোগান দেয় হাজারো জনতা।
দেশে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ইসরাইল বিরোধী কার্যক্রম লক্ষ্য করা গেছে। দেশের ফ্রিল্যান্সাররা যেসব টপ রেটেড মার্কেট প্লেসে কাজ করে তার মধ্যে অন্যতম হলো ফাইবার.কম। জানা গেছে এই প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার কামানো ফ্রিল্যান্সাররা তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে।
ফ্রিল্যান্সারদের গ্রুপ “গ্রাফিক ডিজাইন”গ্রুপে কাজী মো. হাবিব নামে একজন লিখেছেন, “বাঘা-বাঘা সব Freelan.cer-রা, যারা মাসে হাজার হাজার ডলার ইনকাম করতো Fiv.er থেকে, তারা এখন একের পর এক নিজেদের একাউন্ট ডি.লিট করে দিচ্ছে। ডিলিট করার আগে একটিবারও পিছনে ফিরছে না। অথচ এরা কোনো আলেম না, মাদ্রাসার আশপাশ দিয়েও যায়নি কেউ। রিজিকের সব দায়-দায়িত্ব ছেড়ে দিচ্ছে একমাত্র আল্লাহর উপর।
একই গ্রুপে শাওন হাওলাদার নামে একজন ব্যবহারকারী ফাইবার.কমের পরিবর্তে কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা যায় তার একটি তালিকা দিয়েছেন। এই তালিকায় আপওয়ার্ক (Upwork), ফ্রিল্যান্সার (Freelancer), পিপলপারআওয়ার, PeoplePerHour, গুরু (Guru), নাইনটিনাইনডিজাইন (99Design) ইত্যাদি।
ফ্রিল্যান্সার অব বাংলাদেশ গ্রুপে ঘেঁটে দেখা যায়, মো. তানজীল নামে এক লিখেছেন, ফাইভারের এর অল্টারনেটিভ কি হতে পারে? ইজি টু ইউজ, আর্লি টাচ টু বায়ার আদৌ কি কিছু আছে ফাইভারের বিকল্প!
জিসান তালুকদার নামে একজন লিখেছেন, যারা Fiverr একাউন্ট ডিলিট করতেছেন। তারা একাউন্ট ডিলিটের আগে আপনাদের সব বায়ারদের কে ও বিষয়টা জানান যে আপনারা গাজার গন হত্যার প্রতিবাদ স্বরুপ আপনার একাউন্টি ডিজেবল করতেছে। এবং আপনার বায়ারদের কে ও বলুন তারা ও যেন Fiverr কে বয়কট করে। এর সাথে তাদেরকে অন্যান্য কিছু মার্কেটপ্লেস ও সাজেস্ট করুন এবং আপনার business Email/ Whatsapp ও তাদের সাথে শেয়ার করে বায়ার বাহিরে নিয়ে আসুন।
এতে fiverr এর বায়ার কমবে। কিন্তু যদি আপনি শুধু আপনার আইডি ডিলিট করেন আর আপনার বায়ারদের কিছু না জানান তাহলে বেশি একটা লাভবান হবেন না। কারন অন্য সেলার দিয়ে তারা তাদের কাজ গুলো করিয়ে নিবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: