• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে’

প্রকাশিত: ১২:৫২, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
‘অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে’

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১ মে) সকালে মে দিবস উপলক্ষে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি’  বিষয়ক শোভাযাত্রায় তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু না করতে পারলেও সরকার শুরু করেছে। সেটির প্রভাব দৃশ্যমান বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা।

আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশর বর্তমান অবস্থা উল্লেখ করে বলেন, গত দুই দশকে শ্রমিকদের বেতন ও নিরাপত্তা ব্যবস্থা নাজুক রাখা হয়েছে। ফলে চাপের মধ্যে ছিল বাংলাদেশ।

উপদেষ্টা আরও বলেন, মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। বলেন, কারখানা চালু করে শ্রমিকদের বেতন না দেয়ার মানসিকতা দূর করতে হবে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2