• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালিক-শ্রমিক পরস্পরকে সম্মানের কোনো বিকল্প নেই: জামায়াত আমীর

প্রকাশিত: ১৪:৫৯, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
মালিক-শ্রমিক পরস্পরকে সম্মানের কোনো বিকল্প নেই: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকলের সম্মান ও পারস্পরিক নির্ভরশীল সমাজ আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। টেকসই ও শান্তির বাংলাদেশ গড়তে হলে মালিক শ্রমিক পরস্পরকে সম্মানের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমীর বলেন, যে সব মালিকরা শ্রমিকদের নির্যাতন করেন সে সব মালিকরা আবার নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে। কর্মক্ষেত্রে কর্মঘন্টা নিশ্চিত করার পাশাপাশি বিনা কারণে শ্রমিকদের ছাটাই করা যাবে না।

তিনি আরও বলেন, শ্রমিক-মালিক বৈষম্য দূর করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারাও বক্তব্য রাখেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2