দেশজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর বিভিন্নস্থানে সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। মহানগরীর কাজীর দেউরী মোড় থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা। এদিকে, মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয় মহানগরীর আলমাস সিনেমার সামনে থেকে। সমাবেশে শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
খুলনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দফতর যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাটি হয়।
সিলেটে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দফতর ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
রংপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং এ গণঅভ্যুত্থানের চেতনায় এবারের মে দিবস পালন হচ্ছে। র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।
ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দফতরের উদ্যোগে বণার্ঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। পরে টাউন হলো অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা হয়।
নাটোরে জাতীয় শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে শহরের আলাইপুর এলাকা থেকে একটি র্যালি ও সমাবেশ করে জেলা শ্রমিক দল। সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে, এ বিষয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মে দিবস উপলক্ষে টাঙ্গাইলে পৌর এলাকার আদালত পাড়ায় সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। মাজহারুল ইসলাম এলিচের আয়োজনে ক্যাম্পে ৫ শতাধিক মানুষকে গাইনি, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। দুই প্রতিবন্ধীকে দেওয়া হয় হুইল চেয়ার।
খাগড়াছড়িতে সকালে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকারের নেতৃত্বে পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে হয় টাউন হল মিলনায়তনে আলোচনা সভা।
নরসিংদীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ও শ্রমকল্যাণ কেন্দ্র নরসিংদীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে দিনাজপুরের খানসামা উপজেলার উপজেলার পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা বিএনপি ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয় স্তম্ভে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ অনেকে। ২২টি শ্রমিক সংগঠনের হাজারো শ্রমিক শহর ঘুরে আসে।
জয়পুহাটে প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে আর বি বাজলা হাইস্কুলের মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
গাইবান্ধায়ও বিভিন্ন কর্মসূচিতে মহান মে দিবস পালন হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: