• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

কিছু ছাড় দিয়ে ঐকমত্য হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান ড. আলী রিয়াজের

প্রকাশিত: ১৪:২৪, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
কিছু ছাড় দিয়ে ঐকমত্য হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান ড. আলী রিয়াজের

ছবি: ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

সবাইকেই কিছু ছাড় দিয়ে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়ে দেশকে এগিয়ে নেবার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রবিবার (৪ মে) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ১২ দলীয় জোটের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।  

আগামী ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হওয়ার সম্ভাবনার কথা বলে, দলগুলোকে নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান ডক্টর আলী রীয়াজ। 

১২ দলীয় জোটের জাতীয় পার্টি-জাফর অংশের সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেন, আগামী দিনে যাতে আর কখনো স্বৈরশাসন না আসতে পারে এজন্য ন্যূনতম ঐকমত্য দরকার। কেউ চাইলেই যেনো সংবিধানকে আমূল পরিবর্তন করতে না পারে সেজন্যই দলগুলোকে কাজ করতে হবে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক তা চান না বলেও মন্তব্য তার। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2