‘মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি’

জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান
মানবিক করিডোর নিয়ে মিয়ানমারের সাথে সরকার কোনো চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ঠিক তখনি ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (৪ মে) সকালে মিরপুর সেনানিবাসে বিউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে খলিলুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন , রোহিঙ্গারা প্রত্যাবাসনের জন্য প্রয়োজন তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা। বিশ্বে সাধারণত এ ধরনের সংকটের সমাধান শান্তিপূর্ণ নয়, সংঘাতের মধ্য দিয়েই হয় বলে মনে করেন এই উপদেষ্টা। তবে, মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ হিসেবে দেখছেন তিনি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: