• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চার মাস উন্নত চিকিৎসার পর আগামীকাল দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:৩০, ৫ মে ২০২৫

আপডেট: ১১:২৯, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
চার মাস উন্নত চিকিৎসার পর আগামীকাল দেশে ফিরছেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

চার মাস উন্নত চিকিৎসার পর আগামীকাল মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেবেন লন্ডন সময় আজ বিকাল সোয়া চারটার দিকে। বিমানবন্দরে কয়েক হাজার নেতাকর্মী বিদায় জানাবেন বেগম জিয়াকে। 

৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

বিমানবন্দর থেকে নেমেই সরাসরি বিখ্যাত লন্ডন ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেন। সেখানেই এতদিন চলেছে চিকিৎসা। 

ডাক্তারদের পরামর্শে ১১৭ দিন লন্ডনে থাকার পর ৬ মে সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এদিকে বেগম জিয়াকে বিদায় জানাতে এয়ারপোর্টে জড়ো হবেন কয়েক হাজার নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকার পর বেগম জিয়ার সফর সঙ্গী হয়েছেন পূত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। আরেক পুত্রবধূ সৈয়দা শামিলা রহমানসহ বেগম জিয়ার সফর সঙ্গী রয়েছেন ১৩ জন। 

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, জায়বেটিসসহ নানা রোগে আক্রান্ত। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মুক্তি পেয়ে তিনি লন্ডনে এসেছিলেন চিকিৎসা নিতে। চার মাস তিনি পরিবারের সান্নিধ্যে সময় কাটিয়েছেন।


 

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2