• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতীয় নির্বাচনের সময় নিয়ে ইইউ কাউকে চাপ দেবে না: মাইকেল মিলার

প্রকাশিত: ১৫:৩০, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
জাতীয় নির্বাচনের সময় নিয়ে ইইউ কাউকে চাপ দেবে না: মাইকেল মিলার

ছবি: মাইকেল মিলার

জাতীয় নির্বাচনের সময় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কাউকে চাপ দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মাইকেল মিলার বলেন, ইইউ একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে চায়। জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা একান্তই বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। ইইউ কারও ওপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেবে না বলে জানান তিনি।

ইইউ রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের সময় বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সময়ের চেয়ে বেশি জরুরি একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজন।

মিলার আরও বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংস্কারের বিষয়ে সহযোগিতা চেয়েছেন। চলমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন রয়েছে বলেও জানান মাইকেল মিলার।  

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2