• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা’ 

প্রকাশিত: ২১:৫৯, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা’ 

ফাইল ছবি

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ মে) সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, হাসনাতের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এ ধরনের ঘটনা আগামীতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে।  

উপদেষ্টা আরও জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত আটক করা হয়েছে ৫৪ জনকে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইতালি বৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী। তবে, অবৈধ বা সাগরপথে যাওয়ার প্রবণতাকে নিরুৎসাহিত করেছেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রী। জানান, দেশটিতে থাকা বাংলাদেশিদের কাজের ব্যাপারে প্রশংসা করেছে ইতালি সরকার। এছাড়া পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সক্ষমতা বৃদ্ধি নিয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2