জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে একমত হতে হবে: ড. আলী রীয়াজ

ছবি: ড. আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর নিজস্ব আদর্শ থাকবে তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে একমত হতে হবে- বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
বুধবার (৭ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা শুধু কমিশনের কাজ নয় এটা নিয়ে সবাইকে কাজ করতে হবে। এসময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করবে তার দল। ১১৮টি সংস্কার প্রস্তাবের সঙ্গে নাগরিক ঐক্য একমত বলে জানান তিনি।
বিভি/এমআর
মন্তব্য করুন: