• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৬:২৪, ৭ মে ২০২৫

আপডেট: ১৭:৩৮, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ ভারতীয়কে অবৈধভাবে পুশইন করিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এরা সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আরো ১৭ গাড়ি ভারতীয় নাগরিক। 

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টার মধ্যে জেলার মাটিরাঙা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন ও পানছড়ি থানাধীন লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইনসহ ৬৬ জনকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পাঠায়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। 

আটককৃতরা জানায়, তারা সকলে ভারতের গুজরাটের বাসিন্দা। তাদের এক কাপড়ে আটক করে বিমানে করে ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যে আনা হয়। তারপর বুধবার ভোর রাতে সীমান্তে এনে বাংলাদেশে জোর করে পাঠায়। 

স্থানীয়রা জানায়, ফজরে নামজের পর ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরা ছিল ক্ষুধার্ত। এ কারণে তারা অনুপ্রবেশকারীদের খাবার ব্যবস্থা করেন। 

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিককে বিজিবি তাদের আটক করে। বর্তমানে বিজিবি'র তত্ত্বাবধানে রয়েছে। এ নিয়ে সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সীমান্ত সূত্রে জানা গেছে, বর্তমানে আরও অন্তত ১৭ গাড়ি ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করেছে বিএসএফ। এদের সংখ্যা ৫ শতাধিক ভারতীয় মুসলিম বিএসএফের তত্ত্বাবধানে রয়েছে। এরা দক্ষিণ ত্রিপুরায় বিএসএফ হেফজাতে রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: