স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিওসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান পিও ডা. মাহমুদুল হাসান দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাদের বক্তব্য উপস্থাপন করতে হাজির হয়েছেন। বুধবার (২১ মে) সকালে তারা দুদকে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।
অপরদিকে অভিযোগের জবাব দিতে দুদকে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরও।
এদের মধ্যে তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান গতকাল (মঙ্গলবার) হাজির হওয়ার কথা থাকলেও আজ বুধবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে। আর গাজী সালাউদ্দিন তানভীরকে আজই তলব করেছিল দুদক। ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে।
গত ১৫ মে তাদের তলব করে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয়। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে ২১ মে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: