• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গতবারের চেয়ে বাড়বে চামড়ার দাম: বাণিজ্য উপদেষ্টা 

প্রকাশিত: ১৬:২২, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
গতবারের চেয়ে বাড়বে চামড়ার দাম: বাণিজ্য উপদেষ্টা 

ফাইল ছবি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, গতবারের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে দাম বেশি নির্ধারণ করা হবে। বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।নিশ্চিতভাবেই গতবারের চেয়ে দাম বাড়বে। বৃহস্পতিবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণে বৈঠক হবে। এ বছর তথাকথিত সিন্ডিকেট যেন কাজ করতে না পারে, সেজন্য মজুত সহায়ক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, কোরবানির চামড়া সংরক্ষণ করতে দেশের এতিমখানায় বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে। সেই সঙ্গে সচেতনতা বাড়াতে ৫ লাখ লিফলেট বিলি করা হবে। এছাড়াও কুরবানির হাটের হাসিল ৫ শতাংশ থেকে কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি চামড়া পাচার ঠেকাতে বিজিবি’র সহায়তা নেওয়া হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2