• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘সময় মতো শ্রমিকদের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে’

প্রকাশিত: ১৪:০৭, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
‘সময় মতো শ্রমিকদের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে’

ফাইল ছবি

২৮ মের মধ্যে টিএনজেড, মাহবুব গার্মেন্টসসহ সমস্ত পোশাক কর্মীদের বকেয়া বেতন পরিশোধ না করলে এসব কারখানার মালিকদের জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি. জে. সাখাওয়াত হোসেন। 

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নিরাপদ নৌ চলাচল ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। এরইমধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবেনা বলেও জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি।

এছাড়া ঈদে যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নৌপথে বাল্কহেড চলাচল ঈদের আগের ও পরের তিনদিন বন্ধ থাকবে বলে জানান সাখাওয়াত হোসেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2