‘স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করায় ভারতকে চিঠি দেওয়া হচ্ছে’

ছবি: তৌহিদ হোসেন
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করায় ভারতকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই। চুক্তিগুলোর বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের বিষয়ে দিল্লির সাথে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। নিয়মের বাইরে যেন কিছু না হয় বাংলাদেশ সে চেষ্টা করছে।
পররাষ্ট্র সচীবের পদত্যাগ নিয়ে তিনি জানান, নিজ থেকেই পররাষ্ট্র উপদেষ্টা জসীম উদ্দিন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন দু’একদিনের মধ্যেই।
বিভি/এআই
মন্তব্য করুন: