‘এ মাসের মাঝামাঝি জুলাই সনদ নিয়ে আশাবাদী’

ছবি: ড. আলী রীয়াজ
জুলাই সনদ নিয়ে এ মাসের মাঝামাঝির সময়ে ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রীয়াজ। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে ঐকমত্য কমিশন।
বুধবার (২ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম বৈঠকের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বৈঠকের পুর্বনির্ধারিত বিষয় হিসেবে রাখা হয়েছে নির্বাচনী সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন।
জুলাই অভ্যুত্থানের দায় প্রতিটি রাজনৈতিক দল অনুভব করে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গনঅভ্যুত্থানের সাফল্য থেমে গেলে হবে না সংস্কারের মধ্য দিয়ে তা এগিয়ে নিতে হবে। দলগতভাবে গত কয়েকদিনের আলোচনায় কমিশন আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি।
বিভি/এমআর
মন্তব্য করুন: