• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণ নিয়ে সব দল একমত

প্রকাশিত: ২২:১৯, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণ নিয়ে সব দল একমত

ছবি: সংগৃহীত

নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণ নিয়ে সব দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ। একই সাথে সব দলের মতামত নিয়ে স্বল্প সময়ের মধ্যে তত্বাবধায়ক সরকারের কাঠামোগত দিকগুলো চূড়ান্ত করার কথাও জানান তিনি। 

বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা হয়। এদিনের আলোচনার বিষয় ছিল নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, তত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে। 

রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে কোনো আলোচনা না হলেও এদিন নির্বাচনি এলাকার সীমানা পুননির্ধারণ সব দলই একমত হয়েছে। তত্বাবধায়ক সরকারের বিষয়ে সবাই একমত হলেও স্বল্প সময়ের মধ্যে এর কাঠামোগত দিকগুলো চুড়ান্ত করার কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

তত্বাবধায়ক সরকারে ব্যবস্থা নিয়ে সবাই একমত হলেও ক্ষমতা হস্তান্তরের সুস্পষ্ট রূপরেখা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো।  এক এগারোর মতো কোনো পরিস্থিতি যাতে না হয় সে জন্য রাষ্ট্রপতির মাধ্যমে তত্বাবধায়ক সরকার গঠনে কেউই একমত নয়।

এদিকে, জাতীয় ঐকমত্যের  বিষয়ে বিএনপি সহযোগিতা করতেছেনা কিছু গোষ্ঠীর এমন তকমাকে বিভ্রান্তীমূলক বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বিচারবিভাগকে বাদ দিয়ে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে কী কী বিষয় বাদ দেওয়া বা সংযুক্ত করা যায় সেটি দলীয় ফোরামে আলোচনা করে জানানোর কথাও বলেন সালাহউদ্দিন আহমেদ।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2