ছয় মাসে এনআইডি সংশোধনের ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জাতীয় পরিচয় পত্র সংশোধনের ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২ জুলাই) নির্বাচন ভবনে এনআইডির ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এনআইডি কারেকশনের জন্য ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন পেন্ডিং ছিলো। এরমধ্যে ক্র্যাশ প্রোগ্রমের মাধ্যমে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন। অনিষ্পন্ন আবেদন রয়েছে ৭৬ হাজার ৬৯৪ টি।
ক্র্যাশ প্রোগ্রমের মাধ্যমে গ্রাহকদের ভোগান্তির মাত্রা কমেছে বলে জানান তিনি। আগামী তিন মাসের মধ্যে এটি আরও স্বাভাবিক অবস্থানে চলে আসবে। হয়রানির কোনো অভিযোগ থাকবে না বলেও আশা প্রকাশ করেন ইসি সচিব।
বিভি/টিটি
মন্তব্য করুন: